বৃষ্টির শেষে, পূর্বাকাশে রংধনু ভাসে
তাকে চিত্ত-মন কত যে ভালোবাসে ;
লাল-রঙিন শোলপোনার মত মন করে কিলবিল ,
সপ্তসুরে নীলাকাশে , মন যে হারায় উড়ন্ত চিল ।


জীবনগতি গড্ডালিকা প্রবাহ
খুড়োর কল পাতা বৈচিত্রময় দৃশ্য ,
ভেলকির চালে ,ভরা এ ভাবুক সময়
তবু মেকীহাসি, বোকার মতই পরিচয় ।


চলছে চলবে এ ধারা -!
খুড়ো অছে সজাগ সে দেয় কলে নাড়া ,
ভাতে না মরলেও--- ঘুঘু ডাকা- ভিটে -
আয়ের পথ বন্দ , কান্না কণ্ঠে ও ওষ্ঠে ,
জীবন সে তো চলে কঠোর বন্ধনে, না সরল -
খুড়ো অট্টহাস্যে -হাসে, দেখে তারই পাতা কল ।


(০৯-০৮-২০২৩)