নিজ ঘরে শান্তিতে থাকতে চাই
হবে না ! বাঁধা যে অনেক তাই ,
ধর্ম বলে কথা ! তেজ উঁচ্চস্বর
আরাধনার পদ্ধতি ,দেয় সুখবর ;
বারোমাস পূজো-পার্বণ
শব্দে মাতিয়ে অম্বর ।


পড়শী নাচে ডি,জে, বাজিয়ে ;
নেশায় অট্টহাস্যে রাতভর
স্বাধীন, শুনবে না কোন আপত্তি-ওজর ।
পড়শীর কুকুর, ডাকতে থাকে রাত দুপুর
ঘুম আসে না ; রুগি ,খোকা-খুকুর ।


পথ পরিষ্কার দেখলেই ছড়ায় ময়লা ,
বলো যদি, কুরুক্ষেত্র ! ভীষণ ঝামেলা ।
চিন্তা-চৈতন্যে জাগলেও ব্যথা ,
মানতে হবে মোড়লের আজগুবি কথা ।
‘অগত্যা মধুসূদন’ -
করে যাই ধর্মকর্ম- কীর্তন ।


(০৪-০৬-২০২৩)
ওজর > আপত্তি ।
Dj > Disc Jockey Music .