লোক বুঝানোর কায়দা অনেক
শাসনটি পেলে হাতে
তেলের কড়াই গরম পেলে
জিলিপি ভাজতে মাতে ,
প্যাঁচের পরে প্যাঁচ চালায়
মশলা হাতে মেলা
কথার প্যাঁচে রাজ-কাজ চলে
রাজার দেখ জেল্লা !


প্রজার ঘাড়ে করের বোঝা
চিন্তার না কোন কারণ
বেজায় প্রপাগাণ্ডা বাড়িয়ে শুধু  
বোধশক্তি করে হরণ ।
ঘাটা-ঘাটা প্রচারে মাতম
দেশ বাড়াতে আগে ,
চরম উন্নতির স্বপ্ন দেখায়  
বাড়তি, কড়ি লাগে ।


দ্রব্যমূল্য, বৃদ্ধি কর, কিছু না ,
অর্থ,অস্ত্র-কেনায় চাই ,
সীমানায় শত্রু ওত্-পেতে
ঢাল-তলোয়ার নাই ।


(১৭-০৯-২০২২)  
জেল্লা > চাকচক্য , জৌলুস ভরা বাড়াবাড়ি ।