ধূম্রজাল তার অদ্ভূত খেয়াল
অধুনা ধারা, অধরা রইলে-
বাধ্য , মন বাঁধতে সংশয় জালে
কপালে ঘনায় দুঃখ বেতাল !


ওরা কারা ! দাপিয়ে কালে -
ডুবোয় সবারে ঘোলা জলে
সৎপথে যদিও পা বাড়ালে-
কখনো দোষ পড়ে গলে ;
বিনা দোষে হৃদি জ্বলে ,
বিপদ ঘনায় অন্তিম কালে !


কাজে কঠিন প্রতিযোগিতা ,
কঠোর পরীক্ষা হয় সেথা -
পেতে গেলে চাকরী ,
ধূম্রজাল দিতে হয় পাড়ি ৷
দশটা প্রশ্ন, একটা মাত্র ঠিক-
আগেই বলা, দেখ সর্বদিক ,
উত্তরটা লেখ, সঠিক নির্ভুল -
তবে পাবে পরীক্ষায় কূল ৷


দিতে উত্তর, যে দশটাই পড়ে-
হয়তো সত্যটার জবাবে সে পারে
যদি জবাবে সে যায় হেরে ?
গোলেমালে উত্তরটা নেব সেরে ,
যদিও আন্দাজে-করবে টিক্-
এটা উত্তর হয় না সঠিক-
ধূম্রজাল সে পারেনি কাটাতে,
তাই পড়ে জীবনে মহাব্যাঘাতে !


(ইং-০২-০৩-২০১৬-বুধবার)