জীবন চলে ছিনিমিনি খেলায়
ভাগ্যের দোহাই ,বলে আস্থায় -
’এ সবই এমনিতে হয় !’
এ কাজে কার আছে হাত ?
খুড়োরকলে না ফেরা বরাত্ ।


প্রাণপাখী কলে পড়ে যাতনায়
বাঁচার তরে কেবলি কাঁতরায় ।


খুড়োর মজা মাঠে চরাতে গরু ,
তিনি তো এখন জগতের গুরু ;
হাতে ধরা তৈলাক্ত পাচন
সব পশুরে করেন মনভরে শাসন ।


তাঁর কলের নিয়ম ভীষণ খাঁটি
নিজের শয়নে শীতল পাটি ।
খাওয়ায় ছাপান্ন ব্যঞ্জন ভোগ
বাকিদের না নুন-পান্তার সুযোগ ,
হবে কী আগে প্রণীকুলের উদ্ধার ?
খুড়োর নিয়ন্ত্রণে যে ত্রাণের- অবতার !


(১১-০৮-২০২৩)
পাচন লাঠি ।