একদা সাম্যবিচারের ভীষণ ছিল তাড়া
গোটা পৃথিবী দেয় সে ডাকে সাড়া ;
সে নীতিকে করা হয় গণ্ডিবদ্ধ
না উত্থানে মানবতা– স্তব্ধ !
আসে না ভাষা মনের প্রবোধ
সে বিচারের হয় আজ কণ্ঠরোধ ।


লক্ষ্মণরেখায় ঘিরে তার চারিধার
মনুবাদ, যে পরম বিরোধী তার ,
পুঁজিই শক্তিমান নষ্টের মাতব্বর ;
ষড়যন্ত্রে গুপ্ত রেখেছে এসব খবর ।


কালোমেঘে আজ চতুর্দিক ঘনায়
কে করবে কাজ তাকে ফেরৎ আনায় ?
বিভেদের ফাঁটল- খুড়োর হাত
কলেপড়ে বিভিন্ন ধর্ম ,জাত-পাত ।


মানবতার মঙ্গলে যা কিছু ভূমণ্ডলে ,
সবই বানচাল খুড়োর কলে !


(১০-০৮-২০২৩)