খুড়োর কলে মুণ্ডু দিয়েছি
কিসের ভয় যাতনার ?
ঘা পড়ুক তার ইচ্ছে মত
দুশ্চিন্তার ধারি না ধার ।


আফসোস শুধু বেকারের জ্বালা ,
আর কী করবে খুড়োরকল ?
চরম শাস্তি দিতে পারে- অক্কা !
এর বেশি আর দেখি না কুফল ।


এ নিয়ে ভাবি না কক্ষনো তার
বুঝেও অবোঝা মাথার ভার
বয়ে বয়ে হই নাকাল
রোগ-শোক-দুঃখ-ব্যাধি ,
সংসারে ভরা আকাল ।


যুগ- যুগ ধরে এ ধারা বয়
পরিবর্তনের নামে  দ্বন্দ্ব ,
প্রতিরোধে কিছু সুবাচ্য বলা
খুড়ো বলে, স্বার্থের গন্ধ ।


খুড়োর খুশী আকাশ ছোঁয়া
পেতে রেখেছে শক্তজাল ,
আবাল-বৃদ্ধ-বনিতা -গোঁসাই
ফাঁদ ছেঁড়ায় হয় যে নাকাল ।


(১০-০৮-২০২৩)
অক্কা > মৃত্যু ।