চাকচিক্য ভরা এ জগৎ দুনিয়া
পল-পল-সময় ভরা যেন মায়া  ,
উঠতি বয়স, খুড়োরকলে মাতি
না বাছবিচার তার একরত্তি ।


হব বড়ো এ আশা হৃদয়ে পুষি
হ’তে পারিনি তালগাছ বা হাতি ,
বাঁচা যেন প্রতিযোগীতায় পিষি
খুড়োরকলে জড়িয়ে ফাঁস,রশি ।


ত্বক-চক্ষু-কর্ণ-জিহ্বা-নাসিকা
ভুলে ভরা সুখীবাঁচার অহমিকা ,
বিভৎস বিভীষিকা ভরে দুয়ারে
ধ্বংস চায় খুড়ো ঝাড়ে-মুড়ে !


(১০-০৮-২০২৩)
দড়ো  > এখানে, জব্দ ।