সারাদিন খেটে খেটে, পেটে জোটে না ভাত ,
এদিকে স্বাধীনতার সাতাত্তর বছর ধুমধামে উদযাপন ;
ঝোপড়িবাসী এক বুড়ীমা বলে, ‘এ কেমন দিনক্ষণ ?
আকাশে ওড়ে ঘনঘন উড়োজাহাজ  !
নির্ঘুমে ,এপাশ ওপাশ করে কাটে সরারাত ,
না ! সে শব্দে ঘুমের হয় নি ব্যাঘাত্
অনিদ্রার কারণ গিঁটে গিঁটে ব্যথার ফলে
নয় তো সে মহান সহ্যগুণে—
নিদ্রা প্রতিরাতে ভালই চলে !


জন্মটাই এমনি সাথে নিয়ে বরাত্
নেই চিকিৎসা , কষ্টে ভরা আত্ ।
শুনেছি রাতে সেবক কত
রংধারী তরলে কণ্ঠ ভিজায় যতো ,
আমরা যারা গরীব-দুর্বল  
সময়ে পাই না পানীয়জল ।
তবু বলি জয় সাতাত্তর ! তুমি থাক অমর ,
আমরা যেন পাই, বছর-বছর স্বাধীনতার খবর ।


(১৩-০৮-২০২৩)
আত্ >  আত্মা ।
এবার সাতাত্তর তম স্বাধীনতা দিবস ।) পঁচাত্তরের অমৃত মহোৎসবের তোড়জোড় চলছে ।