লাভার্থে খুড়োর শ্যেন দৃষ্টি ,সজাগ -
ঘূর্ণনে বারটিমাস হলেও পৌষ-মাঘ ।
বুঝবে না ! বুঝবে না ! গেলেও জীবন ,
খুড়োর পাতাকল , ভাবে যে রতন !
যদি চাও মুক্তি এ অন্ধকার কুক্ষণ ।
অহমিকা, নামডাক, তু্চ্ছ করি মন ,
মানবতাধর্মী হতে হবে জীবনে আমরণ ।
পেতে সারা নষ্টের উপশম
সাধ গার্হস্থ্যকর্ম , হবে ধন্য এ জনম ।


যদি চাও চিত্ত সুখের রথ
না মেতে খুড়োর কলে অগাধ ,
সন্ধানে ,সদা কাকচেষ্ট অন্য পথ
ঘূর্ণনচক্রে মুক্তি পূরিবে মনোরথ ।
বিভেদ দ্বন্দ্বে কাটবে না এ সুন্দর জীবন ,
আলো আর আলো ভরা রবে এ ত্রিভূবন ।


(১৫-০৮-২০২৩)
আমার গত কাব্য, খুড়োরকল-১০ (ব্যঙ্গ) মন্তব্য কবি দীপ্তি রায়
"নিংগড়ে নিয়ে সব রস নিজে বনে বস ,
সঙ্গে লয়ে পারিষদ পান করে সুধা রস !
সঙ্গে সঙ্গে যারা সদাই থাকে সাথে সাথে নুন লঙ্কা নেই আজ তাদের পান্তাভাতে !"


অপূর্ব মনের মত মন্তব্য পেয়ে শ্রদ্ধাভাজন প্রবুদ্ধ প্রিয়কবিকে এ লেখা উৎসর্গ করিলাম ।