জ্ঞান-জ্ঞান করে কেন হোস্ হয়রাণ !
কত কত জ্ঞান শিয়রে পড়ে ,
তবু কেন খুঁজিস না পথ ? দুঃখের ত্রাণ ।
জপতপ কৃচ্ছ্র সাধন
পড়ে থাক না কিছুক্ষণ ?
জেগে ওঠ , দেশ গড়নে
জুড়াবে সমস্ত জ্বালা
এই যুগেই, দেহ-মন-বদনে ।


অযাচিত জঞ্জাল নিয়ে মাঠেমারা -
নব চেতনায় দিস নারে কেন সাড়া ?
করেছিস কী পণ ?
চাস না শাসন মনের মতন !
কত কষ্ট সুখঘুম তুচ্ছ করে
মানব কল্যাণে তাঁরা উপায় দানে আদরে ,
আমরা কুড়ে, কূপমন্ডূক কালযাপন ;
সব পেয়েছি তবু পাই নি কিছুই
যে যেমন পড়ে খুড়োরকলে, আপন আপন ।


(১৬-০৮-২০২৩)
সুবীর ভট্টাচার্য্য১৬/০৮/২০২৩, ১৫:২৮ মি: (খুড়োরকল-৬)
“সাম‍্যবাদ আর পুঁজিবাদ, দুজনে অবস্থান দুই বিপরীত মেরুতে। লোভ এমনই একটি জিনিস, যা সংবরণের করা সাম‍্যবাদের প্রাথমিক শর্ত, আর লোভের মরিচিকা দেখতে দেখতেই জীবন শেষ। আর সেটাকেই খুড়োরকল বানিয়ে পুঁজিবাদে বাড়বাড়ন্ত।"


এত সুন্দর জ্ঞানগর্ভ মন্তব্যে তাঁকে সহস্রবার নমন করি , শ্রদ্ধা জানাই । তাঁর সম্মানে  তাঁকে এ কাব্য উপহার ।