আজ প্রচণ্ড চাহিদার যুগ
অর্থ যোগাড়ে সবে মরিয়া খুব ,
চায় একা বাঁচতে ,অহরহঃ কামনা
কী অদ্ভূত চিন্তন !
পরিণামে কোথায় পৌঁছাবে দেশ-সমাজ, অজানা !
করে না মন্থন
আজ উঠতি বয়স, এসব ধার-ধারে না ।


সংসার বন্ধনে যেন ভয় !
অথচ, মধু লুটতে মন চায়
এ ভাবে জীবন যে যায় গোল্লায় ,
অদূরদর্শিতার ফল
সবই করায় খুড়োর কল ।


(০৯-০৮-২৩)
খুড়োরকল >  ধাঁধাঁ ।