বনকে-বন লেগেছে আগুন
দাবানল ভীষণ ভাবে জ্বলে শতগুণ ,
সব পুড়িয়ে করে খাক্-ছাই
অস্থির প্রাণী, জ্বালা-যন্ত্রণার অন্ত নাই ।
অঘোরীনৃত্য সারে বহু সাধক ,
কত সহ্যতে ত্রস্ত , নিয়ে তাপশোক ।


কেহ বলে চল,- ঢালি জল -
ফাঁকে কতোর বৃথা বাগাড়ম্বর, ছল !
সুঝবুঝ মাপাতোলা যে জন
সে পরিপাটী সুহৃদ করে শুভচিন্তন ,
খেই ছাড়া আদিখ্যেতা প্রভু-কর্তার
ধরা পড়ে এক সময় যোগ্যতার ।
ছুপাতে নিজ দোষের ভার  
প্রচারে মশগুল । দোষ তার !দোষ তার !


(ইং-০৯-০৪-২০২০)
ছুপাতে > লুকাতে ।