প্রবল তাপ, শুষ্ক বায়ু ,মরুভূমির চরিত্র
অস্তিত্ব রক্ষার্থে উদ্ভিদ প্রাণীর জীবন
কত না সংঘর্ষময় সে রুক্ষভূমির সর্বত্র ।
মানুষও বিরাজে এ সংসার মাঝে
নানা বিপর্যয় ভরা প্রতিটি কাজে
কত কষ্ট-যন্ত্রণা সহ্য করে বাঁচে ,
কী মোহ, কী মায়া, ভাবা যায় না !
অন্তর নিহিত সে ভাব তাও অজানা ।


বুদ্ধির রাজা সে মনুষ্যকুল
সব জ্ঞাত, প্রচুর জ্ঞানে পারদর্শী অতুল ,
তাই কথার ছলনায় মায়াজাল বোনে
কত হৃদয় থেকে তাও মানে ;
এ ভাবে মানুষের প্রবোধের বাঁচার সহারা
জানি না, অন্য জীব কত উন্নত
বোধশক্তি আর চেতনায় তারা ।
ধর্মে বলে, পারলৌকিক চমৎকার
সব ঘটনার মূলে আছে হাত তাঁর
এ ভাবে মানসপটে হয় সৃষ্টি ঈশ্বর ।


(১১-০৯-২০২২)  
সহারা > অবলম্বন ।