সিংহাসন রূপী কুর্সী,
        সচরাচর চলমান, নয় -স্থির -
আছে ভেদ,-গতির উঁচু-নীচু,
         উত্থান-পতন ও অস্থির !
আছে নানা আকার প্রকার -
         কত রঙিন কুৎসিত !
আছে বিভেদ-দ্বন্দ্ব, হনাহানি -
         পরিচিত অতীত ৷
আছে মিথ্যা মোহ,-মায়াজাল-
         প্রলোভন ,
ডেকে আনে কত ছলনা-জ্বালা ,
         অতি অশোভন !


যোগ্য হাতে কুর্সী দেয়
         যোগ্যতার পরিচয় -
অশুভ হস্তে কুর্সী এলে,
         প্রলয় নিশ্চয় !
দেশ চলে কুর্সীর বলে,
         সে নীতি নির্ধারক-
যে যেমন মানে, গড়ে তোলে ,
         নবনব বিচারক ৷


ভাঙ্গা গড়া সবই চলিছে ,
         কুর্সীর তালে-তালে-
কুর্সী ঘিরে মৌচাকে,
          মধু ওঠে ফুলে ৷
টানা-পোড়ন দিন-রাত
          কত নিশা জাগরণ ;
চুল চেরা ভাগাভাগি
          হানাহানি অকারণ ৷


কত গেল, কত এলো,
          কুর্সী রসাতলে টানে,
তবু কেন ক্ষান্ত নয়
          এহেন ইতিহাস জেনে !
অনেকে কুর্সী পেতে দেয়
          উৎকোচ, উপঢৌকন ;
করে তোষামোদ মিনতি
          নতশিরে আচমন ৷


কত রক্ত ঝরে,
         গুপ্ত হত্যা, নরসংহার -
কত ষড়যন্ত্র ,
         নীচ পৈশাচিক আচার !
কত অন্যায় অবিবেক
         অবিচার কর্ম সব -
কত অমানুষ ,ইতর-ভদ্র,
         ছলনা সাদর রব ৷


তবু চাই কুর্সী সর্বদা ,
        মান ফোটাবার -
সাধু-সাধু ! সপ্তপুরুষ -
       মহিমা মণ্ডিত হবার !
সময়ের সাথে কুর্সী
       সর্বদাই  থাকিবে-
কুর্সীতে যে যাবে সে ,
       কুর্সীর বশে আসিবে !


(সোমবার-ইং-১৩-০৪-২০১৫)
এখানে সম্পূর্ণ রাজনীতি । আছে ভেদ- মানে তন্ত্রের ভেদ পূঁজি বাদ বা সমাজ বাদ বা ব্যক্তিবাদ- একনায়কতন্ত্র ঐ কুর্সীটা ঠিক করে ।