সুখে, ক্ষণিক সুখ হতে পারে
তার বেশি কিছু না ,
সুখের কারণে রাজ্য হারায়
অনেক সে জাহাপনা ।


ভাবনা, স্বপ্ন, অনিশ্চয়তা-ব্যাধি
ভরিলে ক্ষয় দেহমন
এ কর্ম শুধু কার্যত অলসতা
দুর্দিনের আমন্ত্রণ ।


বড়ো যাঁরা তাঁরা কষ্টের ব্যাপারী
সুখ বেচে দুঃখ কেনে ,
যাঁরা ভোগ করে রাতদিন সুখ
বদ্ধজীবন, ঘরকুণে ।


সুখ, অবশে রাখে দেহ মন  
বোধ-শক্তি হয় কম ,
শুধু পরচর্চা, লালসা নিয়ে
মেতে থাকে হরদম ।


সুখে হয় না- অভিজ্ঞতা
মনে ঘরকরে- জড়তা
সুখ এক সুখের পায়রা
শুধু আপন আপন কথকতা ।


(২২-০৮-২০২২)