মশক, সে তো রক্তশোষক ,
আদি অনন্ত তার ধর্মই যাহতক ।
নিরুপায় জীবিকায়
মানুষ তা’ নয় !

মনুষ্য দ্বারাই মৃত্যুর সমন
সে মত-কত ক্রূতায় ভরা জন ;
পলে-পলে, দলে- দলে ,
জনতাকে দলে, মশকধর্মে চলে ।


দু’হাত জুড়ে প্রভু হয় ডাকা ;
এক দিকে রক্ত শোষক ,
অন্যায়েও সাজে সেজে নেকা একা -
চুষে অন্যের জীবন করে ফাঁকা !


মিথ্যা- কামিনী-কাঞ্চনে আসক্ত
অদেখা, কে করে সমাজ বিষাক্ত ?


(১৫-০২-২০২৪)
দলে-দলে  > দল ধরে ।
দলে >  দলিত, পিষ্ট- করে ।