তোমরা বল- ভণ্ড,- সে অধর্মী ,
তার হাবহাব কর্ম যেন ব্যতিক্রমী ;
কখন এ হেন ভাবনার উদয় হয় ?
যখন স্বার্থীমন, মানবতা ভাবনা ক্ষয় !


একক গণ্ডিবদ্ধ বাস মন্তব্যকারী
জ্ঞানস্বাদে তিনি সদা অনাহারী !
ক্ষণিক মস্তিষ্কে ভারসাম্য হারায়
পরোপদেশ উধার ,ভরা মায়ায় !


বিশ্বে স্বার্থ নিয়ে মানুষ চলে –
যে রাখে না ভাল মন্দের খবর -
অবশ্য জড় , সে নির্জীব-স্থাবর ,
ভালর হবে প্রতিবাদ , কর্মে বাধা
উপকারীর মনে হয়- সে আস্তগাধা ।


উর্বর-উজ্জ্বল যে তার মস্তিষ্ক
মানবতা কোমর বাঁধা ভবিতব্য ;
ক্রূর -ছন্নছাড়া মানসিক রোগগ্রস্থ ,
ভাবে- এরাই অমানবিক যন্ত্র ।


(০২-০৩-২০২৪)