অনেক দৃশ্য আছে, চোখ দিতে নাই -
সব কথা বলার আগে রকতে হয় যাচাই ;
শ্রুতিকটু খাঁটিবাক্য সর্বদা বলতে নাই ,
কখনো বা শত্রুকে ডাকতে হয় প্রিয়ভাই !


উপরে ফেললে থুতু নিজ ’পর পড়ে ,
এ কথা সত্যি, আবোল-তাবোল বকে জ্বরে ।
যা গেছে, তা’-তো - গেছে -
মড়া সে গাঁড়ামূর্দা-শব, কী হবে খুঁড়ে ?
বাড়বে, অকারণ হিংসা- হৃদয় জুড়ে ।


যাঁরা দেশের মান, নারী জাতির সম্মান -
জহরব্রতে দিতে পারেন প্রিয়পরাণ !
সে দেশ কেবল আর কেবল, ভারত ধাম ;
তাই সেথা লোকে পূজিবে, সহস্রবার রাম ।


(জহরব্রত > নারীদের আব্রু রক্ষার্থে, সমবায় জীবনকে অগ্নি সমর্পণ) ।
(২৬-০২-২০২৪)
“কোন দেশে উপসনালায় ভাঙ্গে ?” শাহ্ সাকিরুল ইসলাম (২৬-০২-২০২৪) ।
বিদ্বান কবিক কাব্যের উপর কিছু বলা । তাঁর সম্মানে আমার এ কাব্য প্রকাশ ।