বাঁচা যায় না একা
যদিও যায় ; জীবনটা যেন ফাঁকা-ফাঁকা ,
পরিজন-পরিবার ঘিরে সমাজ, গোটাবিশ্ব -
সবে বাঁচে আপন আপন মনের মত-
নিয়ে সাকরেদ গুরু- শিষ্য ।


কুপমণ্ডুক হালের যে সব জীব
সেও নিজধুনে থাকে সজীব ,
মাঝে, করমারি ঝঞ্ঝা ঝড় -
ভাগ্যে- দুর্ভাগ্যে, উড়ে যায় আপন-পর ।


বিশ্বের এ রঙ্গমঞ্চে কত কত উদাহরণ -
দেখি বৈচিত্র বাঁচার তড়পন ;
কত দুঃখ-কষ্টে করতে হয় সুখাহরণ -
নিছক হিংসায়- হঠধর্মী হলে মরণ ।


মূর্খের শেষ ! ধর্মের বড়াই -
তারা মানে না বন্ধে জাগতিক লড়াই !!


(২৩-০২-২০২৪)