তুমি যে এয়া --- বড়লাট !
দম্ভে থাক হাতি গণ্ডার মেরে ,
তোমার তুলনায় আমি পিপড়ে -
জীবনটা আবার সদর খোলা হাট ।


সুযোগ পেলেই ধরতে পার গলা
চেষ্টায়ও দেখি তা’ও থাকে মেলা ,
দয়া ভিক্ষা চাই না কক্ষনো -
হতে পারব না জীবনে হ্যাংলা ।


সমস্ত ভঁপু তোমার এক্তিয়ারে –
তারা বাধ্য তোমার জয় প্রচারে ,
আমার স্বর বাচালতা ;
তুলনায় তোমরা এযুগের বিধাতা ,
আমি আবর্জনা, মরি গুমরে-গুমরে ।


(০৩-০৩-২০২৪)