ধুয়া উঠলেই আভাস পাই চাপা আগুন
শক্তির উৎস ,আগুনে যে দীপ্ত গুণ ,
এমনি ধর্মেও যেন মঙ্গলাচরণ -
আস্থায়, আরাধনায় আভাস পাই অনুক্ষণ ।


এত জেনেও জীবনে কে ভরে ভ্রম
শুভনিদর্শন কী মিথ্যা-ফাঁকা ? জনম-জনম ।
অখুশী ভাবধারায়, বয়ে চলে এ জীবন ।
যুগে-যুগে দলিতের কাতর ক্রন্দন ,
মনে হয় মহাপ্রভু তুষ্ট না! করলেও পূজন
অবহেলায় প্রচুর শক্তির কেন হয় নিধন ?


কে যেন পরম সুখে এক বর্গরে -
নাম দেয় হরিজন !
মনের কারসাজী
পবিত্রতায় পাই কি কাজী ?
শাসকের চেলা ,তাঁরও দায়িত্ব আছে মেলা ,
শক্তি-সামর্থ সব থাক- শিকেয় তোলা ;
ভেব না- যা’ তা’ বলা এ বেলা -
আরো আছে নিছক ছেলে খেলা !
বাঁচতে লাগে এমনি ধারা, জীবন পথে চলা ।


(২৩-০২-২০২৪)