সাধুবাবা বলেন ,সার্থক কর জনম
সদাচারে চিত্তে- ভরে থাক্ মন ,
মেনে চলো- ধর্মানুশাসন ;
শ্রমে মনকে কর সৎ অলংকরণ ।


পুঁজিবাদীর মূখ্য রূপ ধরে থাক- ধন
এক যন্ত্রমানব মত গড়ে তোল জীবন ,
অলসে, পরিস্থিতি হরণ করবে- দম
বিনা শ্রমে জীবনটাকে ডাকা- যম ।
অভাব বশে বাস, স্বভাবে গরীব
খাটবে বেশী , ধর্মতে ও হবে শরীফ ;
দশটাকার কাজ দু’টাকায় হোক
এ ধর্মটা পুঁজির নিয়ম মেন যাহাতক ।


দেশ বাড়বে ভীষণ আগে
এ জন্য তার রাজে- অবতার জাগে ,
দিকে দিকে পীঠস্থান গড়ে- ভরমার
সাধুর উপদেশও কাজ করে তার ।


ইহলোক পরলোক বিচারে ভরে- দেশ
শোষণে পুঁজিবাদ মজায় থাকে বেশ ;
মনের খোরাকে ইন্ধন যোগায় সাধুবাবা -
গরীর বিদায় দেয় সুখকে, তোবা-তোবা !


(২৪-০২-২০২৪)