তৃতীয় বিশ্বের সব অঞ্চল
ঋণজালে নাজেহাল ,
যুদ্ধ সংঙ্কটে আসে বিপত্তি
সেই ফাঁকে, উন্নত দেশ
মুনাফায় হয় মালামাল ।


অযোগ্য শাসকের খোলে পোল
সুযোগও নেয় তার কাজে ,
দোহাই দিয়ে অপর দেশের
সাধু সেজে বাজায় ঢোল ।
দেশের প্রজা শান্ত রাখে
প্রবোধে যেন সুখের গণবেশ
রাজার খুশীর নেইকো শেষ ।


শাসন বিফলতার সুযোগ্য অস্ত্র
মহঙ্গাই, মহঙ্গাই বলে ,
অসহ্য যদিও রসদ অভাব
দ্রব্যমূল্য ও করের বোঝা ,
জনতার ঘাড়েই ফ্যালে ।


(১৩-০৮-২০২২)
পিছড়া দেশ > অনুন্নত দেশ ।