ঘোলাজল, নীচে তার দৃষ্টি অচল !
চশমায় দৃশ্য না স্পষ্ট তা’- প্রাঞ্জল ,
ছলনাময়ী স্বপ্নরা ডাকে- হাতছানি
মায়াধরা রজনীর কতটুকু বা জানি ।


গোলোকে-ভূলোকে শুধু যে কান্না
পদে-পদে বিঘ্ন কত না- যাতনা ।
ঝঞ্ঝা-ঝড় সমাচার বাড়ায় নটখট্ ,
ভরায় অপূরণ রয়- সে মঙ্গলঘট ।


কথা, স্বরে না মুখে, সত্য-অকপট্
চলতে মেলে বন্ধুর পথে - হোঁচট ,
পরাক্রমীর আগে চলে হই মগন
সময়ে এলো না তবু সে শুভলগন ।


কত করি চেষ্টা যোগ্যতায় যতন ;
সুধীজনার সুবচনে মাতায় না মন
হতে চাই তীরন্দাজ কাজে- বীর ,
অকুল পাথারে পড়ে খুঁজি- তীর ।


(ইং-০৭-০১-২০১৯)
তীর > কিনারা ।