সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি ,
হে দেশজননী !সহস্রবার তব চরণে প্রণামি ।
তুমি আছো তাই ভবে মাথা উঁচু বেঁচে আছি
তুমি দয়ালু আশ্রয়দাত্রী অকুল দরিয়ার মাঝি ।

কি নাই দেশে ! কোর্ট-কাছারি, জেল-হাজত
মেধা-বিবেক-বুদ্ধি-জ্ঞান ,মণি-কাঞ্চন-রজত ,
প্রাকৃতিক সংসাধন ,অনুকূল বাঁচার পরিবেশ
গুণী-জ্ঞানী-চরিত্রবান অসংখ্য, সমৃদ্ধ এ দেশ ।

আকাশ-বাতাস- জল-মাটি প্রকৃতির আশীর্বাদ
সৌন্দর্য্যে ভরা সাগর-নদী-দীঘি যায় না বাদ ,
ত্যাগী-বলিদানী-ন্যায়ী-উপকারীর জমঘট
আধ্যাত্মিক জ্ঞান, আস্থার আলয় শান্তির মঠ ।

অতি ঊর্বর সোনার ফসল, টইটুম্বুর এই ভূঁই
রকমারি ফল, সুগন্ধি ফুল, টগর-গোলাপ-যুঁই ।  
এক ব্যাধি না সারা মহাকর্কট রোগ, ছুৎ-অছুত্
সর্বোন্নয়ন কাজে ঘুণ-বাধা, সর্ষমধ্যে যে ভূত !

(০৪-০৮-২০২২)
কর্কট রোগ > ক্যন্সার ।