মানুষ তাঁকে বলা হয় দেবতার অংশ
যদিও বদনাম সর্বজীব শ্রেষ্ঠ -কংস !
যুদ্ধ কেন বাঁধে ? বিবিধ জটিল কারণ ,
ক্রধ-প্রতিহিংসা, যখন করে তাড়ন ;
আস্থায় ধর্ম শোষণ , মূর্খের ধরণ ,
আত্মরক্ষায়ও ঘটে যুদ্ধের শরণ ।
সাধারণ অত সব বোঝে না
পেটে দু’মুঠো ভাত, যাচনা ।


অন্য জীব এর বিপরীত
মনে ভরা হালকা পিরিত,
নিজ রিপুর তাড়না বড় মহত্ত
বোঝা না বোঝা নিয় কর্ম জীবন যত্ত ।
না সংস্কার, শিক্ষা-দীক্ষা, পশুর সাথে
খাদ্য সংগ্রহে ব্যস্ত আপসে সংঘর্ষে মাতে ।
মুক্তি নাই পশুর , নিয়ে লড়াই সারাজীবন ,
মানুষ কেন হবে ? বোধে পশুর মতন !


(২৩-১০-২৩)
বোরহানুল ইসলাম লিটন > তাঁর কাব্য, "ভয়ংকর কিসিমের শ্রেষ্ঠ"-(-২৩- ১০- ২৩) । সেখানে প্রেরণা পেয়ে তাঁর সম্মানে এ কাব্য তাঁকে উৎসর্গ করা ।
(অন্য জীব ছাড়া , মানুষের অশেষ বিশেষ গুণ আছে তাই যুদ্ধ মানুষ পরিহার করতে পারে, ইচ্ছা করলে।)