অন্যায় করেও দম্ভ ভরে  
বহুদিন খাচ্ছ একনাগাড়ে ,
বাঁচার রসদ সে মান্ধাতা ধরে ।
শুধু অবুঝ কর্মেই মন চলে
খুশীতে নাচা, মত্ত তালে ,
কৈ বাড়ন্ত-ধারা, সময়কালে ?


লোভ এমনই এক মিষ্ট জিনিস
খাব খাব ; জিভ করে নিসপিস্ ,
দায়ী,---অবুঝ কর্ম ,
না দেখা আচার ধর্মমর্ম ।


শেখা, আত্মজ্ঞান ,স্বার্থ প্রধান
বাকিরা তুচ্ছ , বিবেক মান ,
অধঃপতনে আনন্দ ধরে না !
আবার সাথে স্বজাতি টানা ।


অপকর্মে হয়েও ভুক্তভোগী ,
এটাই আসল পথ বলে
প্রলোভনে অপরকে টানা দলে ,
একসাথে ডোবে, হয়ে সহভাগী ।


(১৫-১০-২০২৩)