হাজার কবিতা লিখে, হাজার কবির কবিতা পড়ে ,
যদি না জাগে ভাব ,সম্মান সংবর্ধনা চিত্ত ’পরে ।
কার ক্ষতি ,শিক্ষায় দৌঁড়-ঝাঁপ ?
সহজপন্থা-বিশ্বাস, ঈশ্বর করবেন দোষ মাপ !


সাঁপ-বিচ্ছু, তৎপর-সজাগ, দংশিতে মাহির ,
বিষধরের কর্ম, জীবনাচরণে সে করে জাহির ।


লেখক-কবি-কথাবাচক , সমাজের মুকুটমণি
হাঁড়ি ভরা ভাত একটা টিঁপিলে বোঝায় জাত ,
সময়ে ফুটেছে কিনা হাঁড়ির সমস্ত ভাত ;
এ অকাট্য সত্য এক কথায় অবশ্য মানি ।


মনে পোষণ করি গর্ব হাতে পাব সুখের মর্ত্য ,
বুঝে, অপর লাগি কেহ যদি খোঁড়ে ফাঁদ-গর্ত
ঘুরে ফিরে নিজেই পড়ে আর কেহ নয় !
দুর্বুদ্ধিতায় সময়-বিবেক-পরিশ্রম শুধু মাত্র ক্ষয় ।


(২৩-১০-২০২৩)
মাহির > ওস্তাদ । জাহির > প্রকাশ করা ।