পূর্বোত্তরে ত্রিপুরা, পাহাড়ী সুশ্রী- সুকণ্যা ,
আন্তর্জাতিক কাব্যবাসরে তুমি হবে ধন্যা !
দিনটি তেরই আগষ্ট, দু’হাজার তেইশ রবিবার
শ্রদ্ধায় তোমারে প্রণামি শত সহস্রবার ।
বিশাল দায়িত্ব স্কন্ধে নিয়ে
জয়ী হবে সে এভারেষ্ট, হিমালয় শিখরে ,
বাংলা কবিতা ডট্ কম্
অভয় দানে বরদহস্ত আছে শিয়রে ।
এসো হে প্রবুদ্ধ লেখক শ্রোতা কবিগণ
মা-জননীর আদরের বাংলাভাষায় দেই মন ,
ত্রিপুরা আয়তনে ছোট হলেও- প্রদেশ
পূর্বসূরির দান, শিক্ষা-সংস্কার- ভাষা
মনে ধরে শক্তি বল্ , অশেষ অশেষ ।
বর্ষিত হোক মস্তকোপরি ফুল-কুসুম
নবজোয়ারে কাব্যসভায় উঠুক জাগরণ ধুম ।


(১০-০৬-২০২৩)
বাংলা কবিতা স্মারক