অপসৃষ্টির বংশধর- তারা
হয়ে থাকে একই জাতি ,
পিড়িদর বয়ে চলে এ ধারা
গুণেও সমান হয় নাতিপুতি ।


ভোঁতা দায়ে ধার নেই
আছাড়িতে বেশ যুৎ ,
বখিল তার মুখ্য চিন্তা
কম না পড়ে সুদ !


দাদু, গুড়-গুড় গড়গড়া টানে
হাতে ধরা নল ,
সবে, গুড়-গুড় পাতে চায়
সাথে অন্ন-জল ।


নিজ অনিষ্টে মূর্খ নাচে
আলোতে ঝাপায় পতঙ্গ
পাজী সে সারাটা জীবন
করে না সাধু সঙ্গ ।


(০১-০৪-২০২৩)


শব্দার্থ *_ অপসৃষ্টি > শয়তান , আছাড়ি > বাঁট , বখিল > কৃপণ ,  গুড়-গুড় > শব্দ বিশেষ,  গুড়-গুড় > মিঠা মিঠা , যুৎ > কায়দা, ধরণ ।