সুযোগ সন্ধানী অসীম স্বার্থ হেতু
অমৃতের স্বাদে মেতে রাহু-কেতু ;
বিরট হা-য়ে মাতাল হিংস্র তায় ,
সবখানে তারা ঘোরে বংশ ধারায় ।


কখনো রাহু ও কেতু সে একতায় -
জনতা অস্থির শোষণ ধারায় ,
গ্রাসে, চন্দ্র সূর্য করে বেহাল -
জানায় অশুভ বার্তা,- ভয়াল !
জনতা বোঝে গ্রহণের ফল-
তাই ভয়ে জবুথবু হয়ে সরল ।


আদির শাপে, জনতার জীবন ,
রাহু-কেতুর কাছে তারা বাঁচাধন !
যবে, পুঁজিতন্ত্রের হল অবতরণ ,
যাবে না আর কক্ষনো সে গ্রহণ !


(ইং-৩০-১১-২০১৭)