সংস্কার যেখানে পাহাড়সম চট্টান !
আরো মাথাতুলে দাঁড়িয়ে , সে আশমান ,
কত আর পারে সে শিক্ষিত জন -
শেষে তাঁরাও খোঁজেন সেথা সম্মান ।


ন্যায় অন্যায় অভেদি জ্ঞানাহরণ
করেন অবুঝের সাথে সরলী সমীকরণ ,
সংস্কারের পিণ্ড ভরে থাকে মাথে ,
না পারেন অন্ধত্ব ধর্মের ভূত তাড়াতে ।


পরিবার-পরিজন ঘেরায় মানুষ প্রকৃত
প্রবুদ্ধ-জ্ঞানী তিনি যে শিক্ষায় শিক্ষিত ,
অতটা সহজ নয় ত্যাগ ধর্মান্ধত্ব ভাব
ভয়ংকর সে বাধক-অনড়, দৃঢ়চেতা স্বভাব ।


(১৮-০২-২০২৪)
“ইতিবৃত্তে শিক্ষিত ধর্মান্ধ” - মুকুল সরকার (নির্মলেন্দু কবি) ।
(১৭-০২-২০২৪) -এ , তাঁর কাব্যে মুগ্ধ হয়ে , প্রবুদ্ধ কবির সম্মানে এ কাব্য উৎসর্গীকৃত ।