ঊর্ণনাভ সে ক্ষুদ্র সূতোকাটা কীট
বাঁচতে জীবনে বুদ্ধি ধরে মন্দ না
হাত পেতে নেয় না কারো উধার ,
জাল পেতে করে আহার যোগাড়
বুদ্ধিমত্তায় কর্মে একদম সঠিক ,
তার আছে কীট ধরার ফন্দি জানা ।


মানুষ বড়ো চতুর ও বুদ্ধিমান
তার ও আছে আহার যোগাড়ে ধ্যান
জাল বোনে, মানুষ ফাঁসাবে বলে ,
এমত কত ধূর্তের কর্মকাণ্ড চলে ।
তার আছে অদৃশ্য বিনা সূতোর জাল
তার সাহায্যে ধূর্তরা মালামাল ।


নদীর মাছ যেমন জালে বাঁধে
যেমন তারা ফাঁসে গোবেচারা !
অনন্ত কাল এ প্রথার চল
কেহ পাতে জাল
আর ফেঁসে কতর অবস্থা বেহাল ।


(৩০-১০-২০২২)