নিখাদ সত্য কথা, অসাধ্য চেষ্টা-পরিশ্রম
স্বধ্যায়ী কৃচ্ছ্র সাধনে , সততায় না কম ,
অন্ত তার দেখা করুণ পরিণতি
কেন জীবন কালে ঘটে তার ভীমরতি !
এ কি রকম জীবনাচার, ধরম মান্যতার
যখন সমাজে সমস্যা- দুয়ারে দণ্ডায়মান
কোথাও চুলমাত্র আদর্শ চিন্তা-ভাবনা
সচরাচর দেখি না সে সেরার ?


সাধারণ মানুষও যা পারে -
সময়ে সব ফেলে অন্যায়ে ঝাঁপিয়ে পড়ে ,
সেরা সেরা লোক তবু দেখি না সেরা ধ্যান
এখানেই জড়তা ,রুদ্ধ উর্ধ্বগতি
সমাজে খেলা করে অনেক দুর্মতি
সব তটস্থ, বাঁচা যেন জীবনে নিয়ে মান ।


সুযোগে হায়নার বিচরণ, খোলামাঠ ,
বধ্য ভূমির সৃজন , সহজ অগাধ ।
সেরা সেরা লোক, করে না আফসোস
মাথা খোলে না এক মতে
ভাঙে না ধৈর্যের বাঁধ !


(১৬-১১-২০২২)