শাস্ত্রের মতে আছে সে কথা ,
কুম্ভকর্ণের যদি অকালে ঘুম ভাঙে
হবে চাকিদিকে লণ্ডভণ্ড, না অন্যথা ।
এখন কুম্ভকর্ণ অকালে জাগার মতন
আজ অপরিপক্কের হাতে বিশ্বদর্শন
আধুনিক জ্ঞানভাণ্ডার মোবাইল ফোন ।


ধার্মিক -আস্থা বিচার নিয়ে অঙ্গদ পা
আগে হবে না সে নিয়ম মাফিক যাচা ,
করবট নিচ্ছে কাল
চারিদিকে আগ্নেয়গিরির হালচাল ;
অগ্নি উদ্গিরণে দিকদিগন্ত লাল ,
ঈশ্বর আস্থা-বিশ্বাস, সব তারা মনে করে ভেজাল !!


এঁচড়েপাকা বালককে জিজ্ঞেস কর
আধুনিক জ্ঞান মনুষ্য সৃষ্টির কারণ
এমনি গূঢ়জ্ঞান- কত কি আরো
উত্তর তার নখদর্পণে, সংখ্যায় হাজারো !


(১৩-০৬-২০২৩)
অঙ্গত পা > অনড় অধিকার ।