মানুষ তার সুখ অর্জনে, মত্ত তালে
কাটাবে কাল সাংসারিক বন্ধন ভুলে ,
যুবক-যুবতী ব্যাপক স্বাধীন
প্রৌঢ়-বৃদ্ধ ওরা ও হবে না কারো অধীন ।


যার যেথা মজে মন
করে নেবে তারে আপন ,
ভবিষ্যৎ বংশধর, এ সব নিয়ে না খবর
জীবনটা হবে চলমান যাযাবর ।


আপন সত্ত্বা , বংশ পরিচয়
ধীরে ধীরে হবে ক্ষয় ,
সব মানুষ হবে বন্ধনে বিশ্ব আইন ,
ভ্রমণে ঘোরা ফেরায় হবে শৌখিন ।


হাতে ধরে সে জ্ঞানপ্রদীপ-আলাদীন
ভগবৎ প্রেম, আস্থা হবে অনেক ক্ষীণ ।


(১৪-০৬-২০২৩)