ধূঁয়া ও বহ্নি তার গতি ঊঁর্ধ্বমুখ ,
শ্রম-প্রচেষ্টায় জয়ী শত দুখ্
সৎ কর্মে ভাগ্য হয় না বিমুখ ,
সুবোধ জাগলেই মেলে সুখ ।


মানুষ স্বভাবে দেবপুত্র-পুত্রী
মাথায় শোভা পায় জ্ঞানছত্রী ;
বিশ্ব উত্থানের ক্রমবিকাশ মান ,
অর্জন করবে ঠিক তার জ্ঞান ।
ইতিহাসের পৃষ্ঠে, পৃথিবী চষে ,
পাঠক ফিরবে বিজয় বেশে ।


শান্তির পতাকা, শ্বেত পায়রা ,
উড়াবে আকাশে গর্বে ভরা ।
সমাজের আগাছা দুষ্ট জঙ্গল
নষ্ট হবে তার বিষ-হলাহল ।


আগে আসছে বিকাশঘূর্ণীঝড় ,
দূষিত নিরুদ্দেশ, সমাজসাগর ।


(২৪-০৬-২০২৩)
জ্ঞানছত্রী > জ্ঞানের ছাতা । বিকাশঘূর্ণীঝড় > জ্ঞানযুক্ত মহা আলোড়ন ।