বেদ পুরাণ ধর্মগ্রন্থ হেলায় যাবে গড়াগড়ি !
রোচক- চিত্তাকর্ষক তার হবে বাড়বাড়ি ,
লেখক, কবি গাইবেন বিজ্ঞান মত্
পুরাতন সব হবে আগে ধুলিসাৎ ।


সুখ-দুঃখ, হাসি-কান্না, মানবিক আচার
তার রূপ-দশা, বিকৃতিময় সমাচার ,
ভূতেরা পালাবে এ পৃথিবী-গ্রহ ছাড়ি
শুধু বেঁচে থাকবে শয়তানে শয়তানে আড়ি ।
পূর্বজন্ম নিয়ে না কেহ ঘাটবে বিচার
বিপরীত মতবাদে দাঁড়াবে হাজারে হাজার !


গোঁসাইয়ের ধর্ম-কর্ম যাবে সব জলাঞ্জলি ,
যেমন আজ যযমান ছাড়ি- সংসারে চলি ।


(১৪-০৬-২০২৩)