একদা রাজা রাম-লক্ষ্মণ
নানান ছলে দুষ্টু মহিরাবণ
তাঁদের ও করে অপহরণ ।
এ-তো গরীব সরল জনতা !
তার অনন্তকাল ছলার ব্যথা ,
ক্ষত, গভীর করে ধূর্তনেতা ।


পর ধন-সম্পত্তি অধিগ্রহণ
শিশু নারী নির্যাতন
আগে এ সমাজ পাবে নিস্তরণ ,
রূপশ্রী পবিত্র ,শুদ্ধ হবে মন ।
শঠের ছল অমানবিকতা
আগে আচরণে ভরবে মিত্রতা ।


শুধুই যাচনা সে আদর্শ শাসন ,
এ ছাড়া হ’লে মিথ্যুক জাগরণ ?
তাঁরা তন্ত্রনামে দেয় প্রলোভন
দ্বারে দ্বারে উড়ছে ভন্-ভন্ !
আগে মূল্য দেবে না গনগণ ।
সবতন্ত্রের দুয়ার হবে বন্ধ-ম্লান ,
সাম্যবাদে মানবতায় ভরবে ঘ্রাণ ।


(২৬-০৬-২০২৩)