মানুষ হাঁটাহাঁটি ছেড়ে, সময় না-ক্ষয়ে
সৌভগ্যবান হবেন চাহিদা পুরণে গৃহে ,
ডিজিটলের দ্রুতগতির যুগ
অমূল্য সমময় বাঁচবে খুব ।
যোগানের সেবকদেও চাই মান্য পয়সা ,
পরিশ্রমের ন্যায্য, তারাও করে প্রত্যাশা ।


ধোঁকা, ছলচাতুরী ধ্বংসের মূল সত্যনাশা ,
ভুলে যেতে হবে কর্তব্যে ফাঁকির আশা ।
শিক্ষার হবে এমনি মানবতা মান
একে অপরকে করবে শ্রদ্ধা সম্মান ।


অবহেলিত বলে থাকবে না দেশকালে
শোষণে না কেহ নিপীড়িত ছলনা চালে ,
সাম্যের বীজ রোপিত হবে ঘরে ঘরে
প্রবুদ্ধ জন উঠবে জেগে- নবজোয়ারে ।


(২১-০৬-২০২৩)