জীবনটা আজ একপ্রকার পর নির্ভর
‘রাসন’ বন্ধ তো বিরাম আহার ,
বিদ্যুৎ বিহনে
জীবন অতিষ্ঠ জ্বালাময় সর্বক্ষণে !
রন্ধনগ্যাসাভাবে রান্না চলে না
ভুখায় কালযাপন অসহ্য যাতনা ।
মানুষ পাবে এ সবের মুক্তি -
খুঁজে নেবে সুষ্ঠু উপায়- যুক্তি ।


আসছে সময় , বুদ্ধি বলে
সূর্যকে উপযোগ করবে কালে ,
রশ্মি বশে করবে, কলে-কৌশলে
মানুষের বসবাস হবে সর্বস্থলে ।
প্রকৃতির দানে বহু দুঃখ যাবে -
জ্ঞান-চৈতন্যে সুখ ভরবে ভবে ।


(৩০-০৬-২০২৩)
রশ্মি > কিরণ ।