ছাত্র-শিক্ষক হবে মৈত্রীময় সম্বন্ধ
অর্থলোভী শিক্ষকের ধান্দা হবে বন্দ ;
ডাক্তার কবিরাজ ফিরবে সৎ পথে ,
করবে কর্ম ,লাভ ছেড়ে জনহিতে ।


কোর্ট-কাছারীর অভিভাষক
সততায় ধরবে হাল, হবে না শোষক ,
পুলিশরা লাঠির তৈলমর্দন
নেবে না এ কাজে বেশী যতন ।


ঘুষখোর বাবুদের লজ্জায় শির নতঃ
মন, পশ্চাতাপ ভারে- হবে আহত ,
শিক্ষার গুণ অশেষ হবে বিকশিত
বহুমুখী উন্নত ভাবনা ভরবে যত ।


মানুষের কর্মে মানুষ হবে প্রধাণ
হবে না কোন বাহ্যশক্তি সে মহান ।


(১৮-০৬-২০২৩)