হবে পরিবর্তন, এ সব ধর্ম খেলা
তার জ্যোতি-প্রভা কমবে মেলা ;
মিথ্যা অহংকার ধর্মের বড়াই -
নেশা ধরবে না গলধিকরণে চোলাই !


এ যুগেও যথা-তথা, মিলছে নিদর্শন
আজ ধর্ম জালে দেখা, দুর্গতির অনশন ।
কেঁচোর ঝঞ্ঝাঝড়ে কিবা আসে যায় ,
তার তো মাটিই সত্ত্বা, বাঁচা গভীরতায় ।


মানবতাই সার- মুখ্য জীবন মুল্য
অন্য কোন বিষয়ে হয় না সেথা তুল্য ।
একদিন অবশ্য ভাঙবে-জাতপাত বাঁধ ,
ধর্ম নিয়ে বাঁধবে না কোন কলহ ভাব  ।


(১৭-০৬-২০২৩)
চোলাই > দেশীমদ ।