শিশু যখন হাঁটতে শেখে
রোমাঞ্চ ভরা জগৎ দ্যাখে ,
ফুটলে তার বুলি
অটুঁট হতে থাকে বুদ্ধির খুলি ।
এখন জাগরণের সংক্রমণ কাল
ফিরছে মানবের সু-ছন্দ তাল ।
অনেক কাল কাটল উড়নচণ্ডি বিচার ,
আগে সতে যাত্রা, ছেড়ে কু-আচার ।


আপনত্ব খুঁজে পাবে সততায়
অন্যায়কে কেহ দেবে না প্রশ্রয় ,
প্রত্যাখ্যান করবে ভাবনা উঁচুনীচ
রোপিত হতে দেবে না দ্বন্দ্ব বীজ ।
গ্রাফের সে রেখা ঊর্ধ্ব মুখে ধায় ,
কর্মে মানব মানবে না পরাজয় ।


কঠিন-কঠোর প্রতিজ্ঞ মানুষ ,
উত্তম দিশায় ফিরবে হুঁশ ।


(২৭-০৬-২০২৩)