ঘরের নীচে লাগা রবে বেশ- চাকা
ছাদ হবে অস্থায়ী, কখনো ঢাকা বা ফাঁকা
সম্পত্তি বলতে ব্যাঙ্কে গচ্ছিত অমানত ,
দরকারে নেটে নেটে মিলবে খিদমত ।


হাড়ভাঙা খাটুনি কমবে বেশ
মানুষ চষে বেড়াবে সারা দেশ ;
ঘুমক্কড় হবে স্বপ্নের ভেষ ,
বেশী থাকবে না চাহিদা খয়েশ ।


বাসনা কমে কমে হবে সাধারণ ,
নিজস্ব সুখ নিয়ে রবে মনের মতন ।
শহর ছেড়ে যাবে সমুদ্র তীরে
কত করবে বসবাস ঘন জঙ্গল ভরে ।


মানুষ ভুলবে আপসে বৈরী স্বভাব
সাধুমত লোভহীন হবে তার হাবভাব ;
জাতপাত ধর্ম-বর্ণ ভেদাভেদ-
আসছে দিন, বিরোধে পড়বে ছেদ ।


(১৭-০৬-২০২৩)
খিদমত > সেবা , পরিচর্চা । ঘুমক্কড় > যাযাবর । ভেষ > রূপ ,আকৃতি । খয়েশ > চাহিদা, বাসনা ।