জ্ঞান-বুদ্ধিতে মানুষ হ’বে অনেক উন্নত
আত্মজ্ঞানে অভিজ্ঞ দোষ-ত্রুটি-ক্ষত
বৃথা কলহ হ’তে- থাকবে বিরত
সখ্যতা ধর্মে বৃদ্ধি মনুষ্যবোধ জনিত ,
একে আপরের পাশে দাঁড়াবে সাধ্যমত ।


অত্যাচারীর খঞ্জর থেকে মানুষ পাবে ত্রাণ
চোর ডাকাতের উপর কটু তিক্ততা
সেথা হ’বে পরিবর্তন ,পুলিশী মিত্রতা ,
অন্যায় দূরে রেখে মানুষ- মনুষ্যত্বে দেবে ধ্যান ,
সবে সকলকে করবে সমান মান সম্মান ।


মস্তিষ্কে প্রকৃত জ্বলবে জ্ঞানের জ্যোতি-বাতি
অর্থ-ধন-সম্পদে না গর্ব ঢং
মনে ধরবে শুধু ভালোবাসার রং
চাইবে না নিছক ছল আদিখ্যেতার খ্যাতি ,
ভাব, সাম্য-সমতায় উদিবে বন্ধুত্ব ভাতি ।


ধনী গরীবের মধ্য ভেদাভেদ ,
অনেক অনেক পড়বে সেথা বৈরী ছেদ ।


(১৭-০৬-২০২৩)