মানুষ অভ্যাসের দাস
এ ধারায় সংসারে বাঁচে বারমাস ,
আবেগে, আত্মহনন- প্রচেষ্টা
এ বিচার, বোকামীর পরাকাষ্ঠা ;
নবজাগরণে দেখাবে আগে পথ ,
আদর্শ জীবন জুড়ে জাগবে শপথ ।


সময় আর বেশী দূর নয় -
প্রতিভাত অগ্রগতি জেন বিশ্বময় ।
একই মানব ভিন্নজাতে
সম্মুখ সমরে দ্বন্দ্ব বিনা অজুহাতে !
সম্পূর্ণ নিঃস্ব তার ফলাফল ,
এ কাজ হয় হৃদয়ে ভরলে হলাহল !
মরণের এ দৃশ্য প্রলয় নৃত্য ,
অহরহঃ একজাতেও ঘটছে নিত্য ।


কেউ আজ বড়াই করে না
শূন্য; সে জাতে ধর্ষণ চেতনা !!
সামনে আসছে সুদিন -
যেন, চমৎকার ঝড় প্রদীপ-আলাদীন ।


(২৭-০৬-২০২৩)
জেন > জানিও ।