মনুষ্য সমাজে ভরবে জ্ঞানাস্তরণ
মানুষ নিজ নিজ কর্তব্যে নেবেন যতন ,
ভুলভুলাইয়ার গোলক ধাঁধাঁ
করবে জয়,- না নিয়ে সাহায্য বিধাতা ।
অটুঁট হবে আত্মজ্ঞান ও বিচার -
নিজেই বুঝবে কারণ বিপদ ঝঞ্ঝার ।


স্বয়ং মতবাদের অধিকরারী হবে একা
ঘাতপ্রতিঘাতে কষ্ট পেয়ে হবে শেখা ।
আপন আপন করে বেঘোরে পড়ে
রেসারেসি দ্বন্দ্ব থেকে রবে দূরে
অমূল্য জীবন হারাবে না কারাগারে ,
পার পাবে এমত অশেষ যন্ত্রণারে ।


ভাগ্য গড়ার সে মহান সংযোজনায়
হবে স্বয়ং-এ জ্ঞাত, নিজস্ব ভাবনায় ।
না কোন বাহ্যিক শক্তির দাস -
আত্মজ্ঞানে খুশী রবে বারোমাস ।


(২৩-০৬-২০২৩)