সমাজের বুকে আসবে মহা পরিবর্তন
অধুনা পরিবারে ঘটবে অনেক বিঘটন ,
নামহীন পিতার সন্তান, সেও পাবে স্থান
সমবায় সবার বাঁচার থাকবে প্রাবধান ।


এ- ওর বংশ ধরে করবে না আলোচনা
জাগবে দূরদর্শী জ্ঞানচক্ষু- সুলোচনা ,
পরচর্চা ,নিন্দায় রবে না ফালতু সময়
নিজসুখ মঙ্গলে নিজেরে করবে জয় ।


পৃথিবী যে নশ্বর আপন সত্ত্বা নহে স্থায়ী ,
ভরবে এমনি অমূল্য জ্ঞান সম্পূর্ণ মহী ।
ঝগড়ার আদিসূত্র হবে সঠিক জানা
জ্ঞানচক্ষু থাকায় মানুষ হবে না কানা ।


আসছে দিন উজ্জ্বল ধারায়- পলে পলে
মানবের হতাশ -আঁখি ভিজবে না জলে ।


(১৮-০৬-২০২৩)